জীব বিজ্ঞান ১ম ও ২য় অধ্যায় বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন অনুশীলন 9/10 biology

জীববিজ্ঞান    পূর্ণমান- ৩০

০১. জীববিজ্ঞানের প্রধান শাখা কয়টি?

ক) ২টি           খ) ৩টি          গ) ৪টি       ঘ) ৫টি

০২. প্রাণীর বিকাশ,জীবের বিবর্তন ও ক্রমবিকাশ সপর্কে কোন শাখার আলোচনা করা হয়?

ক) Evolution             খ) Taxonomy

গ) Biogeography      ঘ) Embryology

০৩. জীববিজ্ঞানের কোন শাখায় Tissue নিয়ে আলোচনা করা হয়?

ক) Genetics     খ) Histology    গ) Gytology   ঘ) Physiology

০৪. ICBN স্বীকৃত শ্রেণিবিন্যাসের ধাপসমূহ বড় থেকে ছোট ক্রমধারায় নিম্নরূপ-

ক)Kingdom>Phylum>Class>Order>Family>Genus>Species

খ) Phylum>Class>Order>Family>Genus>Species

গ) Class>Phylum>Order>Family>Genus>Species

ঘ) কোনটিই সঠিক নয়

০৫. শ্রেণিবিন্যাসের মৌলিক একক কোনটি?

ক) গণ          খ) গোত্র     

গ) উপ-প্রজাতি, গণ, গোত্র    ঘ) প্রজাতি

০৬. হুইটটেকার কত সালে ফাইভ কিংডম পদ্ধতি প্রস্তাব করেন?

ক) ১৯৬৬   খ) ১৯৬৭   গ) ১৯৬৮       ঘ) ১৯৬৯ 

০৭. জীবের বৈজ্ঞানিক নামে__

i. দুটি পদ থাকে

ii. প্রথম অংশটি প্রজাতির নাম

iii. দ্বিতীয় অংশের সব অক্ষর Small Letter হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) ii ও iii     গ) i ও iii     ঘ) i, ii ও iii

 ০৮. লিনিয়াস কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণি ও বর্গে বিভক্ত করেছেন-

i. পুংকেশর   ii. স্ত্রীকেশর

iii. পত্রবিন্যাস

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii     খ) ii ও iii     গ) i ও iii     ঘ) i, ii ও iii

০৯. ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে?

ক) শ্বেতসার ও আমিষ      খ) আমিষ ও স্নেহ পদার্থ

গ) স্নেহ পদার্থ           ঘ) ভিটামিন ও খনিজ পদার্থ

১০. জীববিজ্ঞানের স্বতন্ত্র শাখা নিচের কোনটি?

ক) জীবপরিসংখ্যান বিদ্যান     খ) অঙ্গসংস্থান বিদ্যা

গ) শারীরবিদ্যা            ঘ) শ্রেণিবিন্যাস বিদ্যা

 ১১. মাশরুমের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত?

ক) লিপিড     খ) লিগনিন  

গ) কাইটিন   ঘ) সুবেরিন

১২. দেহে জটিল টিস্যুতন্ত্র থাকে কোন রাজ্যে?

ক) মনেরা        খ) প্রোটিস্টা  

গ) ফানজাই     ঘ) অ্যানিমেলিয়া

১৩. কোষে উৎপাদিত পদার্থসমূহের প্রবাহপথ হিসেবে কোনটি ব্যবহৃত হয়?

(ক) রাইবোসোম     (খ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম  

(গ) লাইসোসোম   (ঘ) গলজি বস্তু

১৪. হরমোন এক স্থান থেকে অন্য স্থানে কীসের মাধ্যমে পরিবাহিত হয়?

(ক) রক্ত    (খ) স্নায়ু

(গ) মেরুদন্ড (ঘ) হাড়

১৫. অ্যালভিওলাস কোন তন্ত্রের অংশ?

(ক) রক্ত সংবহনতন্ত্র      (খ) ত্বকতন্ত্র

(গ) শ্বসনতন্ত্র            (ঘ) রেচনতন্ত্র

১৬. কোনটিকে স্টোন সেল বলা হয়?

(ক) বাস্ট ফাইবার        (খ) সার্ফেস ফাইবার

(গ) স্কে¬রাইড               (ঘ) কাষ্ঠ তন্ত

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :

১৭. উদ্দীপকের টিস্যুর বৈশিষ্ট্য হলো-

(ক) গাছের সব অংশে পাওয়া যায়

(খ) কোষের প্রান্তগুলো চতুর্ভুজাকার

(গ) কোষগুলোর প্রাচীর শক্ত

(ঘ) কোষগুলো মৃত

১৮. চিত্রটির টিস্যুটি একটি উদ্ভিদে কী করে?

i. খাদ্য সঞ্চয় করে    ii. যান্ত্রিক কাজে সহায়তা করে

iii. পরিবহনে অংশ নেয়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii    (খ) ii ও iii    (গ) i ও iii    (ঘ) i, ii ও iii

১৯. বৃক্ষের বোম্যান্স ক্যাপসুলে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়?

(ক) সাধারণ          (খ) স্ট্র্যাটিফাইড

(গ) সিউডো-স্ট্র্যাটিফাইড    (ঘ) সিলিয়াযুক্ত

২০. আদি প্রকৃতির কোষে কোনটি থাকে?

(ক) মাইটোকন্ড্রিয়া     (খ) রাইবোসোম

(গ) লাইসোসোম            (ঘ) প্লাস্টিড

সৃজনশীল প্রশ্ন # ১।

প্লাস্টিড > ক্রোমোপ্লাস্ট > ক্লোরোপ্লাস্ট > লিউকোপ্লাস্ট

(ক) পেশি টিস্যু কি?

(খ) মস্তিষ্ককে রক্ষা করে কোন টিস্যু ও কিভাবে?

(গ) উদ্দীপকের যে অঙ্গানুটি সবুজ বর্ণ ধারণ করে তার গঠন চিত্র সহ ব্যাখ্যা কর।

(ঘ) বৈচিত্রময় জীব জগতকে টিকিয়ে রাখতে উদ্দীপকের অঙ্গানুগুলোর গুরুত্ব ব্যাখ্যা কর।

সৃজনশীল প্রশ্ন # ২।

 নবম দশম শ্রেনীর জীববিজ্ঞান পাঠ্য বইয়ে     জীববিজ্ঞানকে A ও B দুটি প্রধান শাখায় বিভক্ত করা হয়েছে।

(ক) এন্ড্রোক্রাইনোলজি কি?

(খ) শ্রেনীবিন্যাসের উদ্দেশ্য কি?

(গ) উদ্দীপকে A এর শ্রেনীবিন্যাস কর।

(ঘ) উদ্দীপকে B এর বিভিন্ন শাখার বিবরণ দাও।