10 Types of facebook Ads।। ১০ প্রকারের ফেসবুক অ্যাডস।।
facebook Ads Strategies অনুযায়ী ফেসবুকে বিভিন্ন প্রকার Ads রয়েছে। একজন সফল মার্কেটার হতে চাইলে এই সব Ads স্ট্রাটেজিস সমুহ জেনে বুঝে কাজ করা উচিৎ। কেননা বেশি পরিমান Audience Engagement এবং সেল বাড়ানোর জন্য আমাদের কখন কোন ধরনের Ads প্রয়োজন তা জানা জরুরী। আমার প্রোডাক্টের উপর বেইজ করে কোন ধরনের Ads উপযোগী তা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাই আমরা ১০ ধরনের ফেসবুক Ads 10 Types of Facebook Ads নিয়ে কথা বলব…
1. Image Ads
প্রথমেই থাকছে facebook Image Ads. facebook Image Ads এর মধ্যে এক বা একাধিক স্থিরচিত্র থাকবে, কিছু টেক্সট থাকবে আর সেই সাথে থাকবে Call To Action(CTA) ও থাকতে পারে। ফেসবুক ইমেজ অ্যাডস এ টেক্সট ব্যবহার করার অনুমতি দেয়। তবে এ ক্ষেত্রে ফেসবুকের রিকোমেন্ডেশন হচ্ছে টেক্সট থাকবে ইমেজের ২০% বা তার কম। facebook Image Ads এর মাধ্যমে বেশি পরিমান অডিয়েন্সের কাছে পৌছানো সম্ভব।

2. Video Ads
Facebook video Ads অনেকটা ইমেজ অ্যাডস এর মতই তবে পার্থক্য হচ্ছে শুধু মাত্র কন্টেন্ট ফরম্যাটের ক্ষেত্রে। ভিডিও অ্যাডস হচ্ছে চলমান কোন ভিডিও বা মোশন গ্রাফিক্স। পক্ষান্তরে ইমেজ অ্যাডস হল কোন স্থির চিত্র।। আমরা চাইলে ভিডিও অ্যাডস তৈরি করতে পারি কিংবা এমন কোন পোস্টকে বুস্ট করতে পারি যেখানে ভিডিও আছে।
image ads এর তুলনায় Facebook video Ads এর মাধ্যমে অধিক সংখ্যক অডিয়েন্স engage করা সম্ভব। এক সমিক্ষায় দেখা গেছে মাসে প্রায় ১.২৫ বিলিয়ন লোক ফেসবুকে ভিডিও দেখে এবং ফেসবুক ইউজারগণ তাদের প্রায় ৫০% সময় ফেসবুকে ভিডিও দেখে কাটায়। তাই একটু সময় সাপেক্ষ ও ব্যয় সাপেক্ষ হলেও ফেসবুকে ভিডিও অ্যাডস অধিক কার্যকরী।

3. Instant Experience Ads
Facebook Instant Experiences ক্যানভাস নামেও পরিচিত। এটা ফুলস্ক্রিন মাল্টিমিডিয়া অ্যাডস ইনিন্সট্যান্টলি ফেসবুকে অডিয়েন্সকে ইম্প্রেস করতে পারে। এখানে আপনার টার্গেটেড কাস্টমারগণ অনেক সুবিধা পায়। যেমন তারা ছবি বা ভিডিও দেখতে পারে কিংবা ট্যাগ করা প্রোডাক্টএ ক্লিক করারও সুযোগ পায় এছাড়া কার্সর ঘুরাঘুরির মাধ্যমে বিভিন্ন এংগেল থেকে প্রোডাক্ট রিভিউ নিতে পারে।।
Facebook Instant Experiences Ads এর মাধ্যমে অধিক পরিমান লোককে বেশি বেশি ইম্প্রেস করা সম্ভব। এই অ্যাড অধিক পরিমান লোককে ইনগেজ করার মাধ্যমে আপনার অ্যাড ক্যাম্পেইনকে সফল করতে কার্যকর ভুমিকা রাখে।

4. Poll Ads
Facebook poll Ads এর মাধ্যমে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সকে প্রশ্নোত্তর অফার করতে পারি। এখানে একটি প্রশ্ন দিয়ে দুইটি অপশন দেয়া যায় যার মাধ্যমে আমরা কাস্টমারের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট তাকে রিকোমেন্ড করতে পারি। ছবি বা ভিডিও দিয়ে Facebook poll Ads তৈরি করা যায়। কাস্টমার সার্ভে, কাস্টমার রিসার্স, মার্কেট এনালাইসিস কিংবা ব্র্যান্ড বুস্টিং ইনগেইজমেন্ট বাড়ানোর জন্য এই অ্যাডস ব্যবহার করা হয়।

5. Carousel ads
Facebook Carousel Ads এ ১০ বা তার অধিক ভিডিও বা ইমেজ ব্যবহার করা যেতে পারে। এই অ্যাডস এর মাধ্যমে প্রত্যেকটি ইমেজ বা ভিডিওকে আলাদা ভাবে লিঙ্কড করা যায়। তাই কোন প্রোডাক্ট বা ব্র্যান্ডকে প্রমোট করতে Facebook Carousel Ads এর বিকল্প নাই।
একটি common Url ব্যবহার করার মাধ্যমে এই ধরনের ফেসবুক অ্যাড এর মাধ্যমে কোন সিঙ্গেল প্রোডাক্ট এর একাধিক ফিচার যুক্ত করা যায়।

6. Slideshow ads
Facebook Slideshow ads এ একাধিক ছবি বা ইমেজ দিয়ে স্লাইড শো ভিডিও ফরম্যাটে Ads তৈরি করা যায়। এই Ads এর প্রধান সুবিধা হল একই Ads এর মাধ্যমে একাধিক প্রোডাক্টকে প্রমোট করা যায়। এখানে অতিরিক্ত বাজেট বা শ্রম ছাড়াই ফেসবুকের মাধ্যমেই ভিডিও অ্যাডস তৈরি করা যায়।

7. Collection ads
Facebook Collection ads ই-কমার্স সাইটের জন্য অনলাইন বায়ারকে আকৃষ্ট করার জন্য এই অ্যাডস ফরম্যাট অধিকহারে ব্যবহার করা হয়ে থেকে। Facebook Collection ads এর মধ্যে একটি ফিচার্ড ইমেজ বা ভিডিওর সাথে তিনটি ছোট ছোট ইমেজ থাকে যা কাস্টমারকে কোন পণ্যের ইন্সট্যান্ট রিভিউ পেতে সাহায্য করে। Collection adsএর জন্য তিন ধরনের টেমপ্লেট রয়েছে-

(i) Instant Storefront
(ii) Instant Lookbook
(iii) Instant Customer Acquisition
8. Lead ads
Facebook Lead Ads এর মাধ্যমে ই-মেইল কালেক্ট করা যায় এবং এ-মেইল কন্টাক্ট লিস্ট তৈরিতে এই অ্যাডস কার্যকর ভুমিকা রাখে। এর আরেকটি সুবিধা হল এই অ্যাডের সাথে ইমেইল লিস্ট কানেক্ট করে দেয়া যায়।

9. Dynamic ads
Facebook Dynamic Ads এর মাধ্যমে কোন প্রোডাক্ট এর ক্যাটালগ ও ফেসবুক ইভেন্ট ম্যানেজমেন্টকে যুক্ত করা যায়। Dynamic Ads এর সাহায্যে কাস্টম অডিয়েন্স তৈরি করা যায় যার মাধ্যমে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌছানো অনেকটা সহজ হয়ে যায়। এই ফরম্যাট এর অ্যাডস এর মাধ্যমমে মনিটরিং করা সহজ হয়। এর মাধ্যমে কাস্টমারের পারচেইজ রেইট, কার্ট রেইট, প্রি-সেইল রেইট এবং ক্রস সেল রেইট মনিটরিং করে নেক্সট অডিয়েন্স টারগেট সহজ হয়।

10. Messenger ads
Facebook messenger Ads এর মাধ্যমে ইউজারগণ একটি চ্যাট ট্যাব দেখতে পাবে যাতে ট্যাপ করার সাথে সাথেই আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সকে আপনার পছন্দমত চ্যাটবক্স, ওয়েবসাইট কিংবা এপস এ নিয়ে যেতে পারবেন। প্রত্যেক সিঙ্গেল অডিয়েন্সকে টার্গেট করার জন্য এই অ্যাড টাইপ অধিক সুবিধাজনক। Facebook messenger Ads কে ইন্সটাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপেও ব্যবহার করা যায়।

এতক্ষণ সাথে থাকার জন্য ধনবাদ।
সংগ্রহ ও সম্পাদনায়
মোঃ ময়দুল ইসলাম (Moydul Islam)